ডোল ভরে এখন শুধু আপাদমস্তক প্রেম চাই
যে প্রেমের মাঝে হাটু জল- কুমর জল নাই-
শুধু শান্ত বলয়, মুখে ফুটে ধান ভাজা খই !
এখনী সম্যচাষের সোনালী ফসল ফলাতে যাই!


মাঠের মাঝে দাবানল জ্বলছে কে করে তা মানা
হারিয়ে গেছে বকুল ফুলের মালা- কে সাজাবে
গোলাপ ফুলের ঢালা-শুধু মনের গভীরে একবিন্দু
প্রেম চাই- বলে সরিষা তেল তুলোর ঘানিটানা!


এই সভ্য শাসক,অসভ্য তাই করেছে যতসব মানা-
অতঃপর ঘাসফড়িংর আর্তনাদ বুঝলো না কানা।
১৩-০৬-১৭
-------------