যার সাথে যার সংসার ধর্ম
একখানা মসজিদ হলো মন;
মনের ঘরে সালাত- রোজা
ডাকো সৃষ্টিকর্তা এক জন।
সুরভী চাই নাকের কাছে
বাগানে ফুটালে গোলাপ ফুল
গন্ধ চাও মনে মনে- কর্ম তো
হলো না দিন ধর্মের গুণ!
ওরে মুখওয়ালা বলবে কথা
নিন্দুকের নাই রে ধর্মশালা
শুধু জাত কুল মুখের বুল-
মরে গেলো মাটির শূল;
এই হলো জীবন ভবন- ভাবতে
টাকা পয়সা লাগে না পণ।

২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে’২৪