দূর থেকে বহুদূর -আর কত দূর পথ-
ঐ যে নীল গাঁও- সংবাদটা রঙিন কল দাও !
শোনবে না শুন, জানতেও চায়বেই না অভিমান;
বাঙ্গালী, যমুনা খুব বকেছে রঙিন কল দাও।


কত বাঁধ কত কলাগাছ শুধু স্মৃতিই দোলছে
নয়ন পাতে টলমল কত বর্ষার প্রণয় ভাসছে জল-
সবুজ সোনলী মাঠ দিগন্ত জুড়ে ছুঁয়ে যাও
ছায়াহীন মায়াময় এতটুকু ক্লান্ত ক্ষণ রঙিন কল।


তবুও সংবাদে মুখরিত হাহাকার মৃদূ কম্পন-
কথায় হচ্ছে সেখায় হৃদয় যেনো এক ক্রন্দন!
যমুনার ঢেউয়ে ঘর তার ভাঙ্গছে আর ভাঙ্গছে-
অতঃপর খবরটা জানা হলো না একটা রঙিন কল।


থাক না পরে- ধু ধু পথের দিগন্তে, ঠিকি পৌছে যাবে
বেজে উঠবে - আকাশ বাতাস জলস্থল -সবুজ
অরণ্যে রোদন, ছিটকে পরে বাঁধ -উত্তাল করে ঢেউ
শিশির সিক্ত প্রবোধে একটা রঙিন কল ।
১৯-০৮-১৭
--------------