এখন জোছনা ভোর
আমাকে প্রেম শেখায়!
স্বপ্নে ভাসাই মহাসমুদ্র
থৈ জল ঢেউ- সাঁতরাই;
অথচ কয়েক যুগ ফুুল
বাসর, দুপুরের ঘাম ক্লান্তি
অতৃপ্তির দীর্ঘনাস চোখ-
তবু অভিশাপ নয় প্রেম
এভাবেই হাঁটে মহাসমুদ্র
এমনকি রক্ত শিরায় শিরায়।


২৫আশ্বিন ১৪৩০, ১০ অক্টোবর ২৩