রক্তের সম্পর্কের কোন মূল্য নেই
নানা বাড়ির সম্পর্ক এক ধরনের মধু
কারো আনে কাবু, কারো আনে সাধু বাবু
আমি হয়েছি যে লাউ সেই কদুর ঝাল;
বলো কোন দিকে যাই বাপু!
নানা বাড়ির আগ্রাসনে মরে যাচ্ছি-
যদি হয় কুলের বলত, কথায় নাই
কথায় কথায় মারে শিং বাজি রত
তবু বাপু হই না নত- অনুরাগ শত-
অবশেষে থাকল কই, রাধু
রক্ত সম্পর্ক বলে কথা!


২৬ ফাল্গুন ১৪৩০, ১০ মার্চ ’২৪