যারা বলে পিঁপড়া হত্যা মানে মহাপাপ
তারাই আজ ধর্মশিলাই
ভণ্ডামির খুঁলেছে লাল খাপ !
পুষেছিল খাপের মধ্যে রাজগোখড়া সাঁপ।

পশুবলির দা হাতে করছো ধর্মশিরশ্ছেদ
তুই আজ সাজিস মহামানবীর
শান্তির পাও পুরুস্কার-বিশ্ব মানবতা বলো !
বলো তোকে কে করবে তিরস্কার;

তোরাই মহাপাপী ধর্মেরদিয়াশালাই-
রক্তমাংস করছো ধূসর ছাই
শান্তির বলয়ে বলয়ে মানবতার রক্ত খায়
রক্ষা কর প্রভূ ওরা ধর্মপুষী কসাই।


০৩/১২/১৬
=======