সত্যিই বলচ্ছি একটা বাড়ি বানাবো ! শুধু
হাফশতক জায়গার প্রয়োজন;কথাই পাবো- কে দিবে ?
তুমি শেষ সম্বল বাবা তোমার ত অনেক জায়গা আছে- তাই না !
দাও- না -হাফশতক জায়গা।
আমি আবার নতুন রূপসজায় সংসার সাজাবো-
তোমাদের কথা ছাড়া আর কারো কথাশুনবো না !
-কোথায় দিবে, ভাবছো বুঝি;
না না ভাবাভাবির কোন দরকা নেই-
ঐখানে দিলেই হবে- ঐখানে হাফশতক জায়গা।
পূর্ণিমা রাতে ঝিলমিল করে ঝিলিক দেয় আর
প্রতিক্ষণ সুবজরাঙা ঘাসেরা দোল খায়
কানামুশাগুলো একটু হলোও পেনপেন করে
রাজ-পাতি হাঁসগুলো কাদ কাদ সুরে জলতরঙ্গে ভাসে
আমাবস্যার রাতে যেন টিয়া শালিক ময়নারা গলাখুলে গান গায়-
সেইখানে দাও না হাফশতক জায়গা !
খুব সহযে শত্রুমিত্র ঘোড়া দৌড়ানির খেলা করে যাবে-
রোজ সুর্যচন্দ্রবতির প্রেমজলে বন্যা আসবে;
-বিশ্বাস কর -এই কথাদিচ্ছি তোমাদের ছাড়া আরকার
দেহ ছোঁয়া বকুলফুলের মালা গলাই দিবো না শুধু
তার বিনিময়ে হাফশতক জায়গা দাও !
আনন্দ উল্লাসে জান্নাত কি জাহান্নাম খুঁজে নিবো।

০৫/১০/১৬
======