অস্তিত্ব হারিয়েছি - নেম্পুর মত বিশ্বাস নিভু নিভু জ্বালাছি-
বাঁকি আছে শুধু দেহ নিঃশ্বাস-

কখনো পরিচিত রাঙা মুখে -অস্তিত্ব বিশ্বাসটুকু খেলা করবে
হয় তো -ভীষণ স্রোত খরা মাস;

জন্মভূমির শস্যশ্যামল সোনালী মাঠ ঘেরা বটছায়ার কোন
কোণে লেগে থাকা ঘাসের সংস্পর্শ !

সেদিন নতুন করে কার কাব্যসাহিত্যে অমৃত্যুর শুভায় সৃষ্টি
কেউ বা আবৃত্তি সুরে ছড়াবে সুবাস-

তবুও আমি আমার আমিত্বের খুঁজে ফিরার মাঝে আছি
বিষণ্ণ জলকণার অল্প স্বপ্ন ঘোরে আশ।

১৩/০৮/১৬
========