=====<><><>======
আবার ফিরে এলাম !
কুকুর পেটে কিছু পঁচাখাবার খেতে-
আবার ফিরে এলাম !
বেঁচে থাকার নির্দয় জল ছোঁয়া পেতে
আবার ফিরে এলাম !
তারা ভরা রঙিন পূর্ণিমাদের কাছে;
আবার ফিরে এলাম !
নির্লজ্জ সুখ পরশের আর্তনাদের মাঝে
কি হবে এই ফিরা ?
সবিই তো চলবে লেজগুটানোর বিড়ম্বনা-
ঘেউ ঘেউ করে মরা !
পোলাও ফিরণী ,দই, লাচ্ছা ঘরে কাঁন্না।


১১/০৭/১৬
======