জীবন মানে পাগলার ধন
চাঁদের গায়ে জ্বর!
জীবন মানে পাগলীর ভাবনা
রঙিন আকাশ পর;
তবু চলছে বেশ রঙের জীবন
মাটির গন্ধ ভরা রস!
একবার চলে গেলে ফিরে না আর
সংসার ধর্ম নিঠুর কস-
গড়ে না বুঝে না জীবনের আয়ু
হোক না প্রণয়ের বায়ু-
জীবন মানে সব কিছু সব  কিছু
জাতি বর্ণ নেই পিছু।


২৪ আশ্বিন ১৪৩০, ০৯ অক্টোবর ২৩