শুন, আমার মন খারাপ হয় না
যখন দেখি গুরু জনের হাতে
ধোয়ার পাইপ, তখন মনটা
উড়তে চায় বহুদূর ধোয়া কালো
সাদা মেঘে মেঘে; কি চমৎকার
সকালটা এক তামাশার রোদ;
উঁকি দিয়ে যাচ্ছে শুধু অজানা
পথে! মিষ্টি রোদের কত প্রশ্ন?
উত্তর হাজার বছরের ইতিহাস!
কিংবা ছবি, মূর্তি আরকত কি?
শুন, আমার মন খারাপ হয় না-
তোমাদের কর্মকাণ্ড দেখে দেখে।


২৮ কার্তিক ১৪৩০, ১৩ নভেম্বর ২৩