একটা সুন্দর ছবি ফর্সা মেঘের দল
ছোটাছুটি তবু বৃষ্টি ছন্দ নয়
মাটিতে স্পর্শ জোড়ায় নরম পা
কোথায় কোথায় উড়া পায়রা
বুকের ভিতর মলিন বাসা
অথচ ছবি হাসে না চাঁদের পূর্ণিমা
গোলাপের লাল পাপড়ি চোখ
যমুনা জলের ঘাট সবই অচেনা মুখ
তবু মৃত্তিকার গন্ধ কেমন জানি বাতাসে
দুবলা ঘাসে,মিশায় এক মুঠো রোদ।

২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে’২৪