ঘাস দোলা ভোর, শিশির বিন্দু
জমে থাকা মাংসপিণ্ড কুলঙ্গার;
প্রবাহিত রক্তের শিরায় শিরায়
তবু মানুষ বলা বাহুল্য পাপ
নিজেকে স্বীকার করার নাম
পরিমার্জিত- জ্ঞানের বাতিঘর
অথচ কুলঙ্গার বলতে লাগে
আরেক কুলঙ্গার, তাই নয় কি?
মেঘ ছাড়াই বৃষ্টি- বাতাস ছাড়াই
ঝড় তুফান, জন্ম ছাড়াই কুলঙ্গার
অদ্ভূত দৃশ্যে খুঁজ মনমানসিকতা
স্বার্থের গঙ্গায় ভাস রক্ত মাংস।


১৪ ভাদ্র ১৪৩০, ২৯ আগস্ট ২৩