জীবন আর মৃত্যু এক একটি কবিতা
শুধু ঝরা পাতার মতো গেঁথে থাকে
তার শ্বাস প্রশ্বাস,তবু মৃত্যুর শেষ নেই
তেমনী জীবন বায়ু কবিতার ধু ধু মাঠ
আর কৃষ্ণচূড়ার ঘাট-এই তো জন্ম প্রায়
কোন বিস্ময় এক একটি কবিতার প্রাণ!
নদী কিংবা রক্তের প্রবাহ স্রোতে খুঁজি-
আমার শত দুঃখের ছুঁয়া সুখের কবিতা;
এই চিনতেই- চিনতেই বুঝি সব শেষ
বাতাসে উড়া একমুঠো মাটি কবিতার ঘ্রাণ।


০৮ বৈশাখ ১৪৩১, ২১ এপ্রিল’২৪