অদৃশ্যের অনলে জ্বলেই যাচ্ছি!
কেউ স্পর্শ করলে পুড়ে যায় না;
ধোঁয়ার কোন গন্ধ নাই, কেউ গন্ধ
পায় না- উপলব্ধির চড়া দাম, নাম
অদ্ভুত নিয়তির খেলায় জমে মেলা
প্রতিনিয়ত শুধু খেলেই যাচ্ছে, ভেলা
পরিসমাপ্তের ঘরে আলো অন্ধকার
ভাবনার নখে, আমূল রতনে আর্তনাদ;
অথচ দেহে অনলের তাপ আছে বলেই-
খেলছে, চলছে, ফেরছে আর কত কি?


২০ ভাদ্র ১৪৩০, ০৪ সেপ্টেম্বর ২৩