কাজের বর্ণগুলো
ঝাপসা দেখি;
দূরের আকাশ খুব
সুন্দর ছবি!
চশমার কোন লাজ
লজ্জা নেই-
খাপটার বড় শরম
তবু স্পর্শ
খারাদুপুর কিংবা রাত
কথার গায়ে-
কোন চশমা লাগে না
যত বর্ণগুলো;
কেন বা ঝাপসা দেখি।


১৯ আশ্বিন ১৪৩০, ০৪ অক্টোবর ২৩