দাঁতের তলে হিংসার ধুলোবালি উড়ে
রাতদুপুরে- পথে ঘাটে রাস্তার মোড়ে-
আরও মুরে খাট পালঙ্গে কাঁথাবালিশে;
হায় রে হিংসা হিংসী তোর বোধ নাই-
মরণ নাই- স্মরণ নাই, ক্ষরণ নাই
চালে ছাদে মই উঠাই - সিঁড়ি বাই
তবু ভাই ঘর কানাই রঙিন সানাই
এই বুঝি মাটি ছুঁয়ে এক বার ঘুমাই;
আহা কি হায় হায় লজ্জা নাই- শরম নাই
আর কত ডান বামে হিংসা নাচাই।


১৬ ভাদ্র ১৪৩০, ৩১ আগস্ট ২৩