দেহ রঙের ঢেউ বহে কল কল
ভবনমাঝির খরতাপ আহা কি বল বল ;
কি রূপের সাজসজ্জা সকাল দুপুর সন্ধ্যা-
কি আঁকালে চরবালির রঙে ছবি-
সেই ছবিতে আনো এতটু অনুভূতি!
গোলাপের বুকে মধু সংগ্রহে প্রজাপতি।


পথের মাঝে গন্ধ রসে পেতে বল কতটুকু রাজি-
ধোঁকা বাজ পিঁপড়া বড়ই হয়েছে যে পাজি !
কোন আলোই বুক ঝলছে না –কাঁপছে না
অমাবস্যার রাত শুধু তারার গলায় ফাঁসি,
প্রজাপতি গোলাপের বুকে কি রঙ্গসংসার পঁচালি-
সমস্ত স্বপ্ন রঙিন যমুনা তরে ভেসে দিলি।


গোলাপের বুকে সিক্ত মন হতে চাস প্রজাপতি?
শুধু একটুও দেখলি না রঙে তুলীতে অনুভূতি।
২০-০৮-১৭
--------------