গন্ধে যুক্তি নাই- তর্ক নাই
এইতো ভবিষ্য বড় চাঙ্গা
ঈশ্বর নাই, নদ নদী নাই
সম্মুখে প্রভু বড় ভাঙ্গা-
স্বার্থের ঊর্ধ্বে কেন মঙ্গা
আমজনতার তাই ভঙ্গা
জাল নাই- পাল নাই
জটকা, চোরাবালি আটকা
জান নাই- মান নাই
আরো গোল চাই ফাঁকা।


১২ ভাদ্র ১৪৩০, ২৭ আগস্ট ২৩