// ঘাসফুলের ছুঁয়া


বাড়ির সামনে সরিষা পথের মোড়
চলতে ফিরতে কত স্বপ্ন ঘোর–
এক বাগান ঘাস ফুল শুন্যেই উড়েছে-
শুন্যের মাছে আঁধার বুক
এক মুঠো সরিষা ফুল ছুঁয়েছে
সেই আঁধার আমার সঙ্গী হয়েছে ।


সঙ্গী বিরল গাঁয়ে স্মৃতির ভামবিড়াল
শুধু ভাবনার পূর্ণিমা রাত পোড়া বেদুঈন-
এ ভাবেই, চলতে ফিরতে একদিন;
পথের মোড় হবে ভালোবাসার অধীন!
ঐ কৃষ্ণচূড়া তখন স্পর্শ দিবে
হাজার রঙ রাঙাবে রঙিন-
ঐ আঁধার আমায় ছুঁয়েছে!
একটা দু্টা করে ঘাসফুল ফুটবে।
১৩-০৮-১৭
--------------