ঈদের আনন্দ উল্লাস হবে বলে
শ্যামগাঁয়ের ঈশানকোণে চাঁদ উঠেছে
ত্রিশটি রোজার পূর্ণতা পাবো বলে-
শিমুল রাঙা বাতাসের গায়ে সুগন্ধী ছড়েছে!
শুধু এই ঈদ আসবে বলে।


পোলাও লাজ্জার খায়ানোমুখে চাই দিনবদলে
মৃত্তিকার পোড়নে নতুন জমার ভির পরেছে-
তাই তো পশুবক্ষিরাও উৎসবের সুর তুলে
এ দুঃখনীর কষ্ট বেদনা তাও ভুলেছে!
শুধু এই ঈদ আসবে বলে।


জানালার ফাঁকে আপাদদৃষ্টির বিরলে
কোলাকুলির পবিত্রতার বুকপাঁজর ছোঁয়েছে
স্মৃতির ক্লান্তিময় দল ছুট দলে-
একি মোমতার আদরে নোনা জল ঝরেছে!
শুধু এই ঈদ আসবে বলে।
২১-০৬-১৭
-------------