অনাকাঙ্খিত স্বপ্নগুলো
বুকের নদে বালুচর খা- খা
চৈত্রের পোড়া মধ্যরাত;
তবু স্বপ্ন জালের কায়া!
যেখানে কোন চিহ্ন নাই
দাগকাটা নির্বাক প্রহসন;
অথচ প্রণয়ের হাতছানি
ঝিঝি পোকার আয়োজন;
খোলা মাঠ যেনো সবুজের
অশ্রু জমা শিশিরের মায়া-
আরকত যন্ত্রণার ধোঁয়ামুখ
নিঃশেষ এইতো মাটির ছায়া।


০৯ ভাদ্র ১৪৩০, ২৪ আগস্ট ২৩