একই তারা দেখি চাঁদের সাথে
মাটি দেখি শিশির ভেজা ঘাসে;
নদী দেখি অশ্রু ভরা নয়ন-
ফুল দেখি না গন্ধ ভরা চয়ণ,
শুকনো পাতার মর মর ধ্বনি
খর স্রোতে একাকার রজনী-
ফসলী মাঠ দেখি সোনালী ঘাট
হয়েছে বন্ধ, দোদুল চৌকাঠ;
তবু বকুল কুরাই, মালা শুকাই
চাঁদ তারা ঐ শূন্যতে ভাসাই।


০৬ আশ্বিন ১৪৩০, ২১ সেপ্টেম্বর ২৩