দাঁড়ি কমা কোলন ড্যাশ
ওদের নাই, জানে না বিরাম চিহ্ন;
দৌড়ায় শুধু সীমাহীন হিংসা-
স্বার্থের চাবুকে রক্তাক্ত কামড়
নিঃসন্দেহে ফ্যাসিবাদী মন চোখ
সমস্ত দেহের অগ্রভাগ;
আকাশ নেমে আসছে
শূন্য বাতাস- কোন দিকে
ফ্যাসিবাদী দেহ বুঝে না- না
তাতেই কি? এঁকে দেই চিহ্ন-
ভেসে দেই- হাসির পণ্য সামগ্রী
আর কি এই মাটির পূর্ণ নিঃশ্বাস-
তবু যদি ব্যবহার করে বিরাম চিহ্ন।


১৫ ভাদ্র ১৪৩০, ৩০ আগস্ট ২৩