বেলকনির পাশে ডেঙ্গুর আনাগোনা বেশ হচ্ছে
রূপালি দেহ বরাবর জানালাটাও খোলা;
চুলের নাকি হাত পা আছে- হেঁটে- হেঁটে
রান্না করা পাতিলের মধ্যে ডুবে সাঁতার কাটে;
আজ-কাল তেলাপোকারাও বেশরম হয়ে যাচ্ছে
মাছ কিংবা মাংসের সাথে মজাদার রোস্ট হচ্ছে-
তেলাপোকা আর পেটের মূত্রনালী ডাইরেক্ট হচ্ছে
টয়লেটে। অথচ কবিতার আর্তনাদ বুঝেও- বুঝে না,
দ্রোহের মিছিল এ খাট- ও খাট জুড়ে-
নগ্ন ভাষার গল্প বেশ হচ্ছে- হাসপাতালের দিকে
দেহ ছুটে যাচ্ছে- মৃত্যুর কুলে- বাহ বেশ হচ্ছে।


০৫ আশ্বিন ১৪২৯, ২০ সেপ্টেম্বর ’২২