লোভলালসা আর অভিশাপে
জলভাসী হইলাম যমুনার বুকে-
ডুবে গেলো দুচরের মুখ:
কষ্ট বেদনা হলো আমার সুখ।


সুখের লাগি নৌকা ভাসায়
পলিতে একডোল ধানের আশায়
তবুও লোভলালসা অভিশাপ
ছাড়ে না আমার যমুনার বুক।


শুধু দু'চোখে দেখি জলের ঢেউ
কৃষ্ণচূড়া রাঙায় ওরা কেউ
ওদের ত নেই লোভলালসার মন
সুখের লাগে ভাঙ্গতে পারে
ওরা গঙ্গা প্রেমের বাঁধন!


পারি না কেনো ? আমরা শুধু
করি কোন্দল -সেই কারণ
জলভাসী হইলাম যমুনার ক্রন্দন-
আর কতকাল হবে নোনা জলে
বানভাসী মরণ?
১৬-০৮-১৭