যে সময় চলে গেলো ঠিক কুকের মতো
তার ক্ষতচিহ্ন পরবে মনে ঠিক বৈশাখির মতো!
কত ক্ষণ আসে যায় -তবুও কাছে ডাকবে না
কাছে আসবে না শুধু আনন্দ উৎসবের রঙমাখা যত ।

হয় তো অনাদি ঋণ সুদ হয়েছে ক্ষীণ অগোচরে-
তাই বলে কি অগ্নিশিখা জ্বলবে এতটুকু স্বার্থপরে;
সময় তো ঠিকি আছে ঠিকি চলছে সেকেন্ড, মিনিট, ঘন্টা-
তবে বদলে যায় কেনো ধুসর ধবল কালসা
এই পঞ্চম ইন্দ্রিয় রঙের রাঙা মনটা;

এভাবেই ফিরে আসুক বার বার বৈশাখিগোচর -
হয়ে যাক না আনন্দের সম্পূর্ণ অনাচর ।
১৫/০৪/১৭
---------