মায়ের গর্ভে রক্তকোষে জন্ম;
এক অনুুভূতিহীন সময় স্রোত-
কিছু দিন কেটে গেলো! হঠাৎ
সূর্যের তাপ শিহরণ; ভোরের
শিশির ভেজা দুর্বলাঘাসে অবলোকন
আবাক বিস্ময়- তারপর অনেক
কিছু- ঘাত প্রতিঘাত পেরিয়ে-
স্বার্থকাতর জন্ম স্বাদ উপলব্ধিকর
এভাবে কেটে গেলো কয়েকটি বছর
তারপর এলো ঘুমপারানির রাত।


০৬ অগ্রহায়ণ ১৪২৯, ২১ নভেম্বর ’২২