অনুতপ্তের অনল
জ্বলে যাচ্ছে তুলসী পাতা;
সর্বোচ্চ চূড়ায় বৃষ্টি
চোখে বুকে অজস্র ঢল ঢল
দেখার চোখ নেই-
কথা বলার ভাষা নেই অবিচল
হারিয়েছে বহুদুরে
কি মায়া প্রশান্তি মৃত্তিকার দেশে
অনুতপ্তের নির্ঘুম
অশ্রু সজল রাতভোর  অবিরাম
শোকাহত হোক
এই আকাশ সবুজ আলো বাতাস
শুধু অবিরাম।


৩০ শ্রাবণ ১৪৩০, ১৪ আগস্ট ২৩