এই খালী, এই রিকশা....
(রিকশাওয়ালা) কোথা যাবেন?
ঝাউতলা রেলওয়ে কলোনী,পাকশী।


নামুন, নামুন,
আরে থামুন!!


মস্ত সে কড়াই বৃক্ষ
মুখ থুবড়ে মাটি গর্ত
পড়ে আছে বিশাল দেহখানী তা
ঝড়ের কবলে আজ।


বৃদ্ধ হতে হতে চুল,দাঁড়ি,গোঁফ তার
পেঁকে, চামড়া ফোঁসকা পড়ে
ক্ষয়ে ক্ষয়ে পড়ছে।
আহ!আহ! আহ!
শুধু কি তাই?
পাগলা এক ঝড়ে সে কি হলো
তার পরিণতি?
বেচারার দেহখানি কমপক্ষে
সাতচল্লিশ টুকরা সবি।
মূলটা তার পঁচে খুঁয়ে খুঁয়ে
শূন্যস্থান, যেন উঁইয়ের ঢিবি।


টুকরা গুলি এখন সো মিলে
তৈরি হবে টেবিল,চেয়ার, আলনা
আরো কত কি!
মসজিদের উপর উপড়ে পড়ে গড়ে
সেকি ঘটলো দেয়াল আর রাস্তা
পারাপার ঘটলো ব্যঘাত কমপক্ষে
দিন সাতাশি।