বৃষ্টি, তুমি করলে প্রাণবন্ত,সজল
সবুজ- শ্যামল এই ধরাধমকে,
করলে প্রাণচঞ্চল শুষ্কতাকে।


অবনিপানে এলে অার্দ্রতা
জীবনাকাশে অাসে সরলতা।


বৃষ্টি,তুমি দূর করলে মরুময়তা
পিচঢালা রাস্তায় একটু পানির ছটা,
টায়ারের বুকফাটা কান্নার বিকট আওয়াজ
বাঁচালে মালিক, ভাড়াটে উভয়কে।


বৃষ্টি, তুমি সদ্ব্যজাত শিশুর জন্য আনলে
মায়ের বুকে  উঞ্চতা।
এনে দিলে হাহাকার করা কত বৃদ্ধ-বৃদ্ধার
দিন- রাতের নিঁদ।
যারা রাতের পর রাত নির্ঘুম কাটাতেন,
বাধ্য হতেন জোসনা ভরা রাত অবলোকন করতে।


বৃষ্টি, তুমি বৃদ্ধের শরীরে এনে দিলে
মরা চামড়ায় একটু  আর্দ্রতা
যার মস্তক তখনও খুশকিতে ঢাকা।