সভ্যতার সীমানা মাড়িয়ে
অনিমেষ নয়নে উড়ে যাই,
দূর্বা ডগার শিশির থেকে
সুনীল সাগর মোহনায়।


দেখেছি বালু তটের চিত্র
ঘরে ফেরা বলাকার মালা,
দূর দিগন্তে সাগর সঙ্গমে
লোহিত সূর্য ডোবার খেলা।


কোথাও সবুজ বন
পাখির কুজনে মুখরিত,
কাঠ বিড়ালীর চকিত চাহনি;
ছানাবড়া চোখে হরিণ বিচলিত।


দৃষ্টি থমকে দাঁড়ায়; একি!
কঠিন পাহাড় চিরে,
নির্মল সলিল ঝর- ঝর
ঝরছে কি মধুর সুরে!


বিশাল প্রকৃতির সীমানায়
কোথাও এতটুকু অভাব নেই,
নেই হিংসার দাবানল
অথৈ সম্পদের প্রকৃতি এই।


তবে কেন খাবারের মিছিলে মানুষ,
কেন মৃত্যুর সীমানায় হেঁটে যায়?
তোমাকে বলতেই হবে ঈশ্বর,
মানুষ কেন ক্ষুধার্ত মৃত্যুময়?