স্বপ্নের এভারেষ্ট হাতছানি দিয়ে ডাকে
দুগ্ধ শুভ্র চূড়ায় দেখি প্রভাত কিরণ,
প্রত্যেকটি লোম হর্ষে নেচে ওঠে প্রজাপতির
রঙিন ডানায়, স্বপ্ন রাজ্য রঙের হোলি খেলে
বাসনার অতৃপ্ত বাসর ঘরে।
বার বার ফিরে যেতে চাই সেখানে
যেখানে রয়েছে আমার আত্মার শেকড়,
কঠিন বাস্তবতার বদ্ধ মুখোস উপড়ে
আকন্ঠ পান করি স্বচ্ছ স্বর্গীয় সুখ;
সুষমায় ভরা সাজানো স্বপ্নপুরে।
নিকষ কালো আধারে ঢাকা নিষ্ঠুর পৃথিবী
বিক্ষুদ্ধ সাগর তীরে দাঁড়িয়ে থাকি আমি,
অজস্র হাঙড়ের অলুক্ষুণে অসহ্য চিৎকার
ভেঙে যায় সুখ নিদ্রা, ডুকরে ডুকরে কাঁদি,
স্মৃতির বালুচরে ঢেউগুলো আছড়ে পড়ে
বড় অসহায় আমি---------