তুমি আমার গোধুলি বেলার প্রিয়া,
তোমার মাঝে স্বপ্নগুলো দিগন্তে হারায়।
আকাশ আর সোনালী সূর্য দেখেছি,
তোমার মিশকালো চোখের তারায়।
যখন আসো, তোমাকে ছুঁতে যায়;
তুমি যাও দিগন্তে, দূর বহুদূর,
আমি দৌঁড়ে যেতে যেতে- - - -
আলো-ছায়ার খেলা হয় বেদনা বিধুর।
এভাবেই আজকাল আমার সন্ধ্যা নামে,
আর তুমি - - - - - -
সন্ধ্যাতারা হয়ে আমার কান্না দেখো।