ভালবাসি তোর এলো চুল, উড়ন্ত ওড়নার আঁচল,
ভালবাসি বাঁকা চাহনি আর উচ্ছলতায় ভরা হাসি।
তোকে চাইনি একবারও কোন তিথী লগ্নে
কিম্বা পূর্ণিমা চাঁদের আলোয়।
কলসি কাঁকে নদীর ঘাটে কিম্বা আঙিনায়
ক্লান্ত দুপুরে দক্ষিণের খোলা জানালায়;
অপরূপা তুই; তবুও - - - - -
তোর হাসিতে হাসব না, বাঁকা চোখে দেখব না,
তোকে চাই কবিতায়, গোধুলির ছবিটায়।
সাদা- কালো মেয়ে- - - - - -
তোর সৌরভ, রূপ- রসে ডুবে থাক,
ভালবাসায় ভরে থাক জীবণের প্রতি বাঁক।