তুমি নাকি আর প্রেমে প’ড়নি !


আমি তো রোজ রোজ প্রেমে প’ড়ি
প্রেম আমার নিঃশ্বাস, প্রেম জীবন
আমি প্রেমে প’ড়ি, স্বপ্নে প্রেম গড়ি
আমি আর প্রেম মিলেমিশে একাকার।


তুমি নাকি আর স্বপ্ন দেখনি !


আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন এঁকেছি,
আমি আর স্বপ্ন মিলে সোনালী বর্গক্ষেত্র
আমাদের সোনালী বাহুতে প্রতিবাদ,
আমাদের কোনায় কোনায় ঘৃণার আগুন।


আমি দেয়ালের পাঁজরে আঁকি বর্ণমালা
আমি আর বর্ণমালা প্রতিদিন যায় যুদ্ধে,
শোষনের কোলাহলে আমার রক্তে বিষের জ্বালা
বর্ণমালার বুলেটে দেখি মুক্তির স্বপ্ন।


তুমি নাকি রক্ত ভয় পাও !


আমি তো রক্ত রঙে আঁকি মুক্তির ছবি
ছবির প্রাণ চাই, চাই পাঁজর, মাংশ, মন
প্রাণ চাই, প্রতিবাদী প্রাণ। চাই নিঃস্বার্থ দাবি।


তুমি কেন আস্তাকুঁড়ে লুকাও ডাঙ্গর শরীর?


স্বাধীনতা তুমি নাকি আর স্বপ্ন দেখনা !
আমি তোমাকেই রোজ দেখি আমার স্বপ্নে।