ক’ফোঁটা রক্ত অশ্রু হলে ভালোবাসা পূর্ণ হয়?


আমি তির্যক ভাবে তলিয়ে যাচ্ছি - - - - - -
আর কত রাত নিদ্রাহীন হলে, খুলবে
ভালোবাসার সংবিধান?
গোধুলির সূর্যের মতো অস্তগামী ভালোবাসা,
প্রদীপের আলোয় কতটুকু দেখবো তোমাকে?
ঝড়ো বাতাসে নিরন্তর অস্তিত্বে হুমকি,
আমি কতকাল চলবো স্রোতের বিপরীতে?
পদ্মার ভাঙনে ভেঙেছে গত রাতের স্বপ্ন
শালিক দু’টো জানালায় আসেনা সকালে।
আর কতকাল একলা ভালোবেসে যাবো,
আর কতটা সামনে এগোলে তোমাকে পাবো?


তুমি মেতেছো আলো- আধারির খেলায়
আমার স্বপ্ন দোলে পেন্ডুলামের দোলায়।