ইন্দ্রিয়ের প্রতি পরতে জমা হচ্ছে অাত্মনাদ
দু’চোখ নিষ্পলক ক’ফোঁটা জলের পসরা নিয়ে,
বিধাতাও যেন চুপ থাকে দেখতে বিবাদ
রঙিন স্বপ্ন বিচূর্ণ হয় বেদনার নীল রঙে।


কখনো কি দেখেছ, ভালবাসা ধূসর হতে?
কিম্বা অসহায় অস্তিত্বের ভাঙন............
মৃত স্বপ্নের কঙ্কাল পড়ে থাকে মহাকালের বক্ষে,
তুমি আর আমি অবিরত ঘুরি নিয়তি নক্ষত্রের কক্ষে।।