গাঙ শালিকের গান ভেসে আসে কানে
অতিথি পাখির অবাধ সাঁতার গাঙে,
একে একে দিন কেটে যায়
পশ্চিম আকাশে সূর্য ঢলেছে হায়!


মদের বোতল কবেই হয়েছে শেষ
হাসি আর গানে দিন কেটেছে বেশ,
ফুরিয়েছে সুখ রক্তিম রঙে রেঙে
গৌরি বালার কাচের চুড়ি ভেঙে।


বেলাভূমি পরে বাধা আমার ঘর
একে একে সবাই হয়েছে যে পর,
মনের আকাশে ধ্রুব তারার জাল
সব স্বপ্ন আজ হয়েছে জন্জাল।


একটু বাদে ফুরাবে দিনের আলো
মৃত্যুর দ্বারে কারে বাসবো ভালো?