দুঃখ আমাকে নিয়ে আশৈশব খেলেছে তুমুল
দেখেছি মৌনতার রূপ; হৃদয়ের অশ্রু বন্যা,
রাতের আঁধারে একাকী খুঁজেছি বিরহের মূল
চোখের কালিতে লিখেছি জীবণের উপাখ্যান।
বহুদূর হেঁটেছি; জয় করেছি মরুপথ আর সমুদ্র
শুধু পারিনি পৌঁছতে তোমার ভালবাসার সীমান্তে,
আঁকা- বাঁকা গলিপথ বেদনায় ধূসর কালো
কোথাও ছিলনা ‍নিয়তি নক্ষত্রের এতটুকু অালো।
রাতের শিউলি প্রভাতেই লুটিয়েছে মাটির বুকে
দূর্বার কোলে মৃত্যুঘুমে ঘুমিয়েছে বকুল,
শিশিরের আত্মবলিদান আধারের শোকে।
আর প্রভাতে একলা আমি - - - - -
যন্ত্রনায় পুড়িয়েছি সব প্রান্তর- বাবুই পাখির বাসা
শুধু পোড়াইনি কবিতা আর তোমার ভালবাসা।