আমার বুকের জমির মাঝ বরাবর
এঁকেছ তোমার স্বার্বভৌম মানচিত্র,
নিজের বলে করেছ ভোগ শতভাবে;
কখনো পাইনি ভালবাসা,
পেয়েছি শুধু মিথ্যা আলিঙ্গন।
স্বার্থের হিংস্র নখরে বিক্ষত আমি
যেন লাঙলের ফলায় চেরা জমি!
তোমার হাসিতে মুক্তা ঝরে
আমার হৃদয় থেকে ঝরে রক্ত।


আর কতকাল দেখবো বোনের লাশ?
আর কতকাল শুনবো ক্ষুধার্তের কান্না?
আর কতকাল থাকবো বোবা- অন্ধ?
আর কতকাল সহ্য করবো শোষণ?
স্বাধীনতা,
আমি মুক্তি চাই মিথ্যা ভালবাসা থেকে,
আমার রক্তে বিষের জ্বালা রক্ত- লাশের দেশে।