ভালোবাসা দেখতে কেমন,
লাল রঙের হয় বুঝি?
নতুন বৌয়ের শাড়িতে তাই
ভালোবাসা খুঁজি।
ভালোবাসার স্বাদতা কেমন,
মধুর মতো নাকি?
মায়ের হাতের মুড়কি মুড়ি
দিন দুপুরে চুরি।
ভালোবাসা সবুজ নাকি,
বাংলা মায়ের মতো?
ধানের মাঠ জুড়ায় আমার
কৃষকের দুঃখ শত।
ভালোবাসা দেখতে কেমন,
মুখোসি ভাই নাকি?
রক্ত চুষে টাকার পাহাড়
বানায় রাতারাতি।
ভালোবাসার চলন কেমন?
পদ্মা নদীর ভাঙণ যেমন!
রাজপথে প্লাকার্ড হাতে,
দামাল ছেলের বুকে- পিঠে
গণতন্ত্রের স্লোগান যেমন!
ভালোবাসা শুনতে কেমন?
প্রতিবাদীর হাক!
মুক্ত মাঠে বুক ফুলিয়ে
স্বাধীনতার ডাক।
ভালোবাসা হয়তো হবে
বন্দুকের ঐ বুলেট,
মুক্তিসেনার চোখে আঁকা
বর্ণমালার শ্লেট।
ভালোবাসা বলতে বুঝি,
বাংলা মায়ের রূপ;
কুলাঙ্গারের হুঙ্কারে আজ
ভালোবাসা চুপ।
ভালোবাসা হয়তো রঙিন কিম্বা সাদা- কালো,
মনুষত্বের মন দিয়ে ভাই দেশটা বাসো ভালো।