আমাকে দেখনা অনিমেষ নয়নে
নয়ন নিঃশেষ হবে প্রেম দহনে,
অনন্ত কালের গর্ভে জীবণের মায়া
বাস্তবতার আগুনে পোড়ে স্বপ্নের ছায়া।
দাম দিয়ে কেনা যন্ত্রণায়,
আমি আর আমার স্বপ্ন পুড়ছি নিরন্তর
দহনের বিপরীতে কোন সে ঈশ্বর?
অমাবশ্যা শেষ হয় সূর্য স্নানে,
বিষাদের শেষ বুঝি শুধু মরণে!
মৃত্যুহীন জীবণের শেষে কোন বিন্দু,
নাকি সেখানে দহনের অনিঃশেষ সিন্ধু?
বিষাদের শেষ যদি হয় মরণে,
মরণের শেষ তবে কোন নিয়মে?