কেউ বলে টুকটুক কেউ বলে টোটো,
ধোঁয়া নাই শব্দ নাই পাবে নাকো দুটো।
কর্তা বলে ইউনিক গিন্নী বলে বাঃ,
প্যাডেলওয়ালা রিকসাতে আর বসবো না।
নাতনী বলে খুব ভালো ফুরফুরে হাওয়া,
উঠতে ভালো নামতে ভালো হবে আসা যাওয়া।
শ্রমিক বলে খুব খাটুনি কাজ ছেড়েছি,
জমা পুঁজি ভেঙে আমি টোটো কিনেছি।
কলেজের ছাত্রী বলে পলিউশন নাই,
প্রতিদিন টোটো চেপে আমি আসি যায়।
গোপালের পিসে বলে চাকরী ছিল কাঁচা,
টুকটুক চালিয়েই প্রতিদিন বাঁচা।
রিকসওয়ালা নন্দ ...সে বলে গেল,
টুকটুক কিনে আমার পদোন্নতি হলো।
বিডিওর কথা হলো রিকসা যায় যাক,
ব্লকের হাজার ছেলে রোজগার পাক।
কলোনীর পিসী বলে ঘরে নেই স্বামী,
টোটোর দয়ায় রাতে দরজায় নামি।
জনতার এক কথা টুকটুক নাও,
দশ বিশ টাকা দিয়ে যেথা খুশি যাও।