আমরা এখন কেউ নিরাপদ নই
তুমি নও, আমি নই, মন্ত্রী, সান্ত্রী কেউ নয়
গাড়ীতে বাড়ীতে ফুটপাথে রাজপথে কোথাও না
সদাই চিন্তা ... কি হয়, কি হয়।
পথেঘাটে আপদেরা বুক চিতিয়ে ঘুরছে
যাকে তোমরা বলো নিরাপদ অঞ্চল
সেখানেও ওরা ওত পেতে বসে আছে
একটু একটু করে প্রহর গুনছে।
খাবারে রাসায়নিক, ওষুধে ভেজাল
পদে পদে সুগার, প্রেসার, ক্যানসারের ভয়
জল দুষিত, বাতাসে বিষ, শিয়রে শমন
সাবধানী মৈথুনও নিরাপদ নয়।
তালা-চাবির উপর ভরসা কবেই উঠে গেছে
ব্যাংকের লকারেও আস্থা ক্রমহ্রাসমান
এমনকি নিজের ঘরের মধ্যে প্রাণের ভয়
আমাদের কেউই এখন নিরাপদ নয়।