এখন পৃথিবীর জলন্ত সমস্যা তিনটি
তিনটিই পরিবেশ সংক্রান্ত
ক্রমহ্রাসমান জীব-বৈচিত্র (Biodiversity loss)
বাস্তুপতন (ecosystem collapse)
ও জলবায়ু পরিবর্তন (climatic change)
এগুলো সৃষ্টি হয়েছে মানুষের
আত্মম্ভরিতা, লালসা ও ঔদাসীন্য থেকে
বিজ্ঞানীরা সেকথা মানে ও জানে
এটাও জানে যে
আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিবর্তনের দ্বারাই
এর প্রতিকার সম্ভব
কিন্তু ঐ পরিবর্তন কিভাবে করতে হয়
সেটা তারা জানে না।