ভালো ও মন্দ ধর্ম বলে কিছু নেই....হয় না,
এ পর্যন্ত পৃথিবীতে যত ধর্ম এসেছে
কোনটাই প্রকৃতরূপে সঠিক নয়....
ভ্রমিত, দিশাহীন, একপেশে, ক্ষতিকর।


সব ধর্মই আংশিকভাবে বিকৃত, দ্বিধাবিভক্ত
তমসাচ্ছন্ন। একে অন্যের বিরোধী।
কোন ধর্মই পূর্ণ নয়, একাত্ম নয়
ঐশ্বরিক আলোকে আলোকিত নয়।


ইহলোকে ধর্ম অনেকদিন আগেই মারা গেছে
যা আগলে নিয়ে বসে আছি ওগুলো ধর্মের মৃতদেহ
ঠিক মিশরের মমির মতো.... সংরক্ষিত
তাই ধর্ম আর মানুষকে শিক্ষা দিতে পারে না।


পৃথিবীতে এ যাবৎ যত বড় বড় যুদ্ধ হয়েছে
মারামারি কাটাকাটি হয়েছে, দেশভাগ হয়েছে
মানুষ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে....
ডুব দিলে দেখা যাবে....অধিকাংশের মূলে রয়েছে ধর্ম।