শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো
শিশুর যেমন মাতৃদুগ্ধ খাওয়া অনিবার্য্য
তেমনি মাতৃভাষায় পঠনপাঠন আবশ্যিক
কিন্তু মাতৃদুগ্ধে যদি শিশুর পেট না ভরে...
তাহলেও কি শিশু গোদুগ্ধ খাবে না?
খাবে.... অবশ্যই খাবে।
একইভাবে শিক্ষায় মাতৃভাষার পাশাপাশি
অন্য ভাষাও শিখবে, পড়বে।
মায়ের দুধ খাওয়ার একটা সময়সীমা আছে
মাতৃভাষারও একটা গন্ডি আছে....
তারপর অন্য ভাষা পড়তে হয়
পড়ার প্রয়োজন আছে
কারন ভারত বাংলাদেশের মতো
এক ভাষার দেশ নয়, বহু ভাষাভাষীর দেশ
ইংরেজি না জানলে এখানে
এঁদো ডোবার মাছ হয়ে থাকতে হয়
সমুদ্র তো দূরের কথা.. পুকুরেও যাওয়া যায় না।