নদী পাহাড় থেকে সাগরে আসে
বৃষ্টির ধারা মাটিতে পড়ে উপর থেকে
ভ্রষ্টাচারও প্রবাহিত হয় উপর থেকে নীচে
সৎগুনও ঠিক তাই - আসে গুরুজন থেকে
এই ধারাই আবহমানকাল ধরে প্রবাহমান।


শাস্ত্রে আছে আপনি আচরি ধর্ম অপরে শিখাইবে
তাহলে প্রধানমন্ত্রী কেন মানুষকে বলছে
স্বেচ্ছায় গ্যাসের সাবসিটি ছাড়ুন, দেশ বাঁচান
আর তার নাকের ডগায় বসে 'এম পি'রা
সাবসিডিতে রসিয়ে মাংস বিরিয়ানি খাচ্ছে।


তার বেলা?