হঠাৎ তাকে দেখলাম
হাঁটছিল আর শিষ দিয়ে গাইছিল
চোখে চোখ পড়তেই মুচকি হেসে বলল
নমস্কার ! ভালো আছো তো ?
খুব চেনা মনে হলো....
হ্যাঁ, ঠিকই ধরেছি... এ সেই তো!
একেই বাবার মদের গ্লাসে দেখেছি
ছোট ভায়ের ভাতের থালায় দেখেছি
এই মায়ের সোহাগ মিটিয়ে দিয়েছিল,
বোনকে মাটির তলায় পূঁতেছিল...
বললাম, তুমি আবার এসেছ?
সে বলল....
তোমাদের বেঁচে থাকার মন্ত্র শেখাতে
আমায় আসতেই হয়
আমি এসেছি, আমি আসব
আমি 'কাল'।